Saturday, September 14, 2024
spot_img
Homeবৃহত্তর চট্টগ্রামসাতকানিয়ার সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

সাতকানিয়ার সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বই বিতরণ উৎসবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটগাঁর সংবাদ পত্রিকার মহানগর প্রতিনিধি মো: আহসান উদ্দীন পারভেজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: জিয়া হোছাইন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: শাহজাহান। এতে আরও উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক শাহেদা বেগম মীর, সহকারী শিক্ষক মেহেরুন্নেছা কলি, সহকারী শিক্ষক সূবর্ণা দাশ, সহকারী শিক্ষক সেলিনা আকতার মুন্নি, সহকারী শিক্ষক সামিরা নাজনীন প্রমূখ।

বই উৎসব উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, একটা সময় ছিলো যখন নতুন বইয়ের জন্য অপেক্ষা করতে করতে বছরের কয়েক মাস চলে যেতো। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বছরের প্রথম দিনেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যায়। নতুন বইয়ের গন্ধে খুশির বন্যা বয়ে যায় কোমলমতি শিক্ষার্থীদের মনে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments