সোহেল রানা । রাউজানটাইমস :
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে ভবন থেকে পড়ে মো. এমরান আজম (৪২) নামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
৮ ফেব্রুয়ারি শনিবার বিকলে ৪টার দিকে দেশটির মোসাফফা শহরে এ দুর্ঘটনা ঘটে। শনিবার রাতে ওই প্রবাসীর মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। প্রবাসী মো. এমরান আজম রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইল্ল্যা পুকুরপাড় ফজল সাড়াং এর বাড়ি প্রয়াত ছাবের আহমদ এর ছেলে।
নিহতের চাচাতো ভাই মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার চাচাতো ভাই দীর্ঘদীন ধরে প্রবাসে ওয়েল্ডিং এর কাজ করে। শনিবার বিকলে ৪টার দিকে একটি ভবনে কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। তার একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। তিনি ছুটি শেষে গত রবিবার কর্মস্থলে গিয়েছিলো।
রাউজান টাইমস 24
নোয়াপারা পথেরহাট, রাউজান চট্টগ্রাম
Managing
Editor :01819-372985
Contact us:
raozantimes24@gmail.com