প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৬:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৪, ৫:৩৪ পি.এম
কাতার প্রবাসী লেখক, সাংবাদিক, কলামিস্ট নুর মুহাম্মদের মায়ের ইন্তেকাল
প্রথম আলো বন্ধুসভা রাউজানের উপদেষ্টা, বাংলাদেশ কমিউনিটি কাতার ও চট্টগ্রাম সমিতি কাতারের সাধারণ সম্পাদক এবং বিশিস্ট কলামিস্ট নূর মুহাম্মদ ভাইয়ার আম্মা আমাদের ফুপু মাছুদা খাতুন (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন।
আজ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নুর মুহাম্মদে এর গ্রামের নতুন বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। এরআগে ওনাকে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাখাঙ্খী রেখে যান।
আগামীকাল শুক্রবার সকালে কাতার থেকে ওনার দুই ছেলে নুর মুহাম্মদ এবং কুতুব উদ্দিন দেশে আসার কথা রয়েছে। এরপর জুমার নামাজের পর মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
রাউজান টাইমস 24
নোয়াপারা পথেরহাট, রাউজান চট্টগ্রাম
Managing
Editor :01819-372985
Contact us:
raozantimes24@gmail.com
রাউজান টাইমস