নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে ভারতের আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি’র একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন আগরতলা এনআইটি’র পরিচালক শরৎ কুমার পাত্র এবং আগরতলা এনআইটি’র যন্ত্রকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. স্বপন ভৌমিক। ২০ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে উক্ত সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চুয়েটের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ভারতের এনআইটি ও চুয়েটের মাঝে শিক্ষা ও গবেষণা বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পরে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয় অতিথিদের হাতে চুয়েটের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
রাউজান টাইমস 24
নোয়াপারা পথেরহাট, রাউজান চট্টগ্রাম
Managing
Editor :01819-372985
Contact us:
raozantimes24@gmail.com