নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
রাউজান নোয়াপাড়া ডিগ্রী কলেজে বাসন্তী ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন দেশাত্মবোধের পরিচিতি তখনই ফুটে উঠে, যখন দেখা যায় বাঙালী সংস্কৃতির চর্চা হয়।
গতকাল ১৭ ফেব্রুয়ারী শনিবার কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাসন্তী ও পিঠা উৎসবের ফিতা কেটে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর শিক্ষার্থীদের স্থাপন করা পিঠা ষ্টল ঘুরে ঘুরে দেখেন ,শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
প্রধান অতিথি কলেজ পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে উৎসব মঞ্চে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আশুতোষ বড়ুয়া। অনুষ্ঠানে অনানদের মাঝে উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির সদস্য মাকসুদ আলম চৌধুরী, এস এম মাহবুল আলম,মীর নাসিফ হোসেন, জাহাঙ্গীর সিকদার,আওয়ামীলীগ নেতা জাফর আহমদ, সাবেক উপধ্যক্ষ অধ্যাপক সৈয়দ উদ্দিন আহমদ, কলেজ শিক্ষক সালসাবিল করিম, বিবি কাউছার প্রমুখ।
রাউজান টাইমস 24
নোয়াপারা পথেরহাট, রাউজান চট্টগ্রাম
Managing
Editor :01819-372985
Contact us:
raozantimes24@gmail.com