“বন্ধুত্বের বন্ধন, এসো মিলি প্রাণের টানে”-এই স্লোগানক সামনে রেখে রাউজান উপজেলার শতবর্ষোত্তীর্ণা ঐতিহাসিক বিদ্যাপীঠ মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯৪ ব্যাচের পুনর্মিলনী আগামী ২০ ডিসম্বর (শুক্রবার) দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বন্ধুের স্মৃতিচারণ, ভোজন উৎসব, বিভিন্ন ইভেন্টেট ক্রীড়া প্রতিযাগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র, পিঠা উৎসব উল্লেখযোগ্য। অনুষ্ঠানটি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার পাশাপাশি পুরনো দিনের স্মতিগুলাকে নতুন করে জাগিয়ে তুলবে বলে আশা ব্যক্ত করেন পুনর্মিলনী উদযাপনের আহ্বায়ক শুভংকর বড়ুয়া। সকল বন্ধুকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দময় দিনটি স্মরণীয় করে তোলার আহ্বান জানান তিনি। এছাড়া ৯৪ ব্যাচের যেসকল শিক্ষার্থীর সাথে যোগাযোগ সম্ভব হয়নি, তাদেরকে মুঠোফোন নম্বরে (০১৭১২৯৮৩৬৬৬/ ০১৭১৯৫৭৯৫৫৯)
যোগাযোগ করার জন্য বিশেষ আহ্বান জানান পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব মানস দাশগুপ্ত।
রাউজান টাইমস 24
নোয়াপারা পথেরহাট, রাউজান চট্টগ্রাম
Managing
Editor :01819-372985
Contact us:
raozantimes24@gmail.com