নিজস্ব প্রতিবেদক। রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাউজান উপজেলার মদুনাঘাট সংলগ্ন জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের বের করা মিছিলে হামলা চালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার অনুসারীরা।
এতে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত হয়েছেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ জাগির।
এছাড়া গোলাম আকবর খন্দোকারের অনুসারী কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম পরিচয় জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুসারী বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারীরা মিছিল বের করলে গোলাম আকবর খন্দোকার গ্রুপের কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। এতে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কোনো তথ্য পায়নি। কেউ থানায় অভিযোগ করেনি বলেও দাবি করেন ওসি।
রাউজান টাইমস 24
নোয়াপারা পথেরহাট, রাউজান চট্টগ্রাম
Managing
Editor :01819-372985
Contact us:
raozantimes24@gmail.com