নিউজ ডেস্ক, রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানে হালদা নদীর সঙ্গে সংযুক্ত একটি খাল থেকে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ সময় তার নাক-মুখ দিয়ে রক্ত ঝড়ছিল। সোমবার (৮ জুলাই) রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া সাইফুল রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং পেশায় মুদির দোকান কর্মচারী।
নিহতের পরিবার জানায়, সোমবার বিকালে মাছ ধরার জাল নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাইফুল। সন্ধ্যায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গা খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। পরে রাত ১০টার দিকে ওই কিশোরের বাড়ি থেকে ১০০ ফুট দূরত্বে হালদা নদী সংযুক্ত একটি ছোট খালে উপুড় অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ বলেন, বিকালে জাল নিয়ে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসেনি। পরে ওই কিশোরের মরদেহ পাওয়া যায়। তার নাক দিয়ে রক্ত ঝড়ছিল। তাই প্রশাসনকে জানানো হয়েছে।
এদিকে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টুটন মজুমদার।
রাউজান টাইমস 24
নোয়াপারা পথেরহাট, রাউজান চট্টগ্রাম
Managing
Editor :01819-372985
Contact us:
raozantimes24@gmail.com