নিউজ ডেস্ক : রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কায় লিপি বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একই গাড়িতে থাকা শিশুসহ আরও ৫ জন।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাউজান-রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত লিপি বেগম (৩৭) রাঙামাটির রিজার্ভবাজার ব্যাটারিগলি এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী।
আহতরা হলেন- নিহতের স্বজন মোহাম্মদ আলী (৪০), তার স্ত্রী ললিতা বেগম (৩৫), ছেলে মো. হাছান মিয়া (৭), হাছিনা বেগম (৩৫) ও অটোরিকশা চালক মো. মারুফ (২২)।
জানা যায়, সকাল সাড়ে ৯টায় রাঙামাটি থেকে অটোরিকশা নিয়ে আমার স্ত্রী লিপি ও আত্মীয় স্বজনরা হাটহাজারীতে যাচ্ছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে রাউজানে এসে দেখি আমার স্ত্রী মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক।
রাউজান টাইমস 24
নোয়াপারা পথেরহাট, রাউজান চট্টগ্রাম
Managing
Editor :01819-372985
Contact us:
raozantimes24@gmail.com