সোহেল রানা । রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় ৩০০ শতাধিক চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে স্থানীয় সবিলা- লতিফ ফাউন্ডেশন ও প্রথম আলো বন্ধুসভা রাউজান শাখা। আজ শুক্রবার সকাল ৯ টায় মীর হোসেন সওদাগর পাড়া হোসাইনীয়া মাদ্রাসায় এই চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন দুইটি সংস্থার নেতৃবৃন্দরা। এই চিকিৎসা ক্যাম্পে শতাধিক মানুষের রক্তের গ্রুপ এবং ডায়াবেটিস পরীক্ষা হয় বিনামূল্যে।
দিনভর চিকিৎসাবে দেন মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মুহাম্মদ মাসুদুল আলম কামাল ও স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ আইরিন আকতার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সবিলা- লতিফ ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ জালাল উদ্দিন, ফাউন্ডেশনটির পরিচালক ও প্রথম আলো বন্ধুসভা রাউজানের সহসভাপতি কবি সরোয়ার রানা, প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন, প্রথম আলো বন্ধুসভা রাউজানের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, হেলথ কিউর হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দত্ত, চট্টগ্রাম বন্ধুসভার সাবেক অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন আমিরাত প্রবাসী ব্যবসায়ী ওচমান গনি, আমেরিকা প্রবাসী মোঃ ফারুক, ব্যাংকার মুহাম্মদ মামুন, প্রথম আলো বন্ধুসভার সহ অর্থ সম্পাদক ইমন দাশ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পাভেল চৌধুরী, তথ্য প্রযুক্তি সম্পাদক জুয়েল সিকদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাবরিনা মাহবুব চৌধুরী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তসলিমা আকতার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আকলিমা আকতার, নির্বাহী সদস্য শাবনাজ আকতার, ফারহানা মজুমদার, বইমেলা সম্পাদক মুহাম্মদ রাকিব, প্রবাল কর প্রমুখ।
রাউজান টাইমস 24
নোয়াপারা পথেরহাট, রাউজান চট্টগ্রাম
Managing
Editor :01819-372985
Contact us:
raozantimes24@gmail.com