
তৌহিদ হোসেন সিদ্দিকী। কাতার :
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশি তরুণ শিক্ষার্থী মৃত্যু হয়েছে। ২৬ মার্চ শনিবার রাত ৯টার দিকে কাতারের আল সামাল রোডে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন- ফেনী জেলার ২১ বছর বয়সী আজহারুল হক জয় , ২২ বছর বয়সী চট্টগ্রাম জেলার ইসরান বিন ইসলাম ও সিলেট জেলার ২১ বছর বয়সী আহমেদ সাফওয়ান।
নিহতদের পরিবার সুত্রে জানা যায়, তারা কাতারে অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন।
তারা তিনজনই মা-বাবাসহ সপরিবারে কাতারে বসবাস করতেন।
জানা গেছে , আল সামাল রোডে গাড়ির চাকা ন’ষ্ট হয়ে গেলে তারা তা হাইওয়ের উপর রেখেই ঠিক করার চেষ্টা করেন। এ সময় আরেকটি দ্রুতগামী গাড়ি এসে তাদের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। বাকি দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মৃ’ত্যুবরণ করেন।
এদিকে দূর্ঘটনায় নিহতদের বাসভবনে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের খোজ খবর নেন এবং তাদেরকে গভীর সমবেদনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন। । তিনি নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন। এসময় বাংলাদেশ কমিউনিটির সভাপতি এবং কমুউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
