
রায়হান ইসলাম। রাউজানটাইমস:
দেশের বাইরে চিকিৎসা শেষে আর দেশে ফেরা হলোনা মো. জাগির হোসেন (৫৪) নামের চট্টগ্রামের রাউজানের এক সংযুক্ত আরব আমিরাত প্রবাসীর।
১০ সেপ্টেম্বর (শুক্রবার) ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের নজির মেম্বারের বাড়ীর সাবেক ইউপি সদস্য মরহুম কোরবান আলীর ২য় পুত্র।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (সোমবার) পৃথ্বথলীর চিকিৎসার জন্য ভারতে যান তিনি। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিউতে) মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নিহতের বড় ভাই মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে মরদেহ আশার কথা রয়েছে। মরদেহ আনার সময় কোন সমস্যা না হলে দুপুরেই জোহরের নামাজ শেষে মরহুমের নিজ বাড়ি গশ্চি কার্কনের দিঘী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা জানান তিনি।
