
রাউজানটাইমস ডেস্ক :
চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত লে. কর্ণেল ডাক্তার মো ইমরান হোসেন কে তার বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শান্তিকালীন পদক (২০২১) প্রদান করা হয় । প্রতিরক্ষা মন্ত্রনালয় এর উপসচিব মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় ।নৌবাহিনী চট্টগ্রাম এরিয়া কমান্ডার রিয়াল এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গত ২১শে নভেম্বর সশস্ত্রবাহিনী দিবসে আনুষ্ঠানিকভাবে পদক পরিধান করান । তিনি বর্তমানে ক্যান্টেনমেন্টে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত রয়েছেন ।লে. কর্ণেল ইমরান ১৪তম ডিএসএসসি স্পেশাল পারপাস কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং ২০১৯ সালে তিনি লে. কর্ণেল পদে পদোন্নতি প্রাপ্ত হন ।ইতিপূর্বে তিনি জাতিসংঘ শান্তিমিশনে অংশ নিয়ে জাতিসংঘ পদক লাভ করেন , এছাড়া ও তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ব্যক্তিগত সফর করেন।
