নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
অরাজনৈতিক ও ধর্মিয় সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান শাখার উদ্যোগে দক্ষিন রাউজানের নোয়াপাড়া পথের হাটে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি সভা গত ২৭ সেপ্টেম্বর মদুনাঘাট ইউনুুসিয়া মাদ্রারাসায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপত্বি করেন হেফাজত ইসলাম রাউজান এর প্রধান উপদেষ্ঠা ও ইউনুসিয়া মাদ্রারাসার মোহতামিম মৌলানা শাহ সেহাবুদ্দীন খালেদ এবং প্রধান বক্তা ছিলেন হেফাজত ইসলাম রাউজানের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও গশ্চি এমদাদুল উলুম মাদ্রারাসার মোহতামিম মৌলানা শফিউল আলম।
মৌলানা কেফায়াত উল্লাহার সঞ্চলানায় প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন হারুন উর রশিদ। এতে আরো বক্তব্য রাখেন বদুপাড়া মাদ্রাসার মোহতামিম মৌলানা আবদুস ছমি, উরকিরচর সওদাগর পাড়া মাদ্ররাসার মোহতামিম মৌলানা আবদুল গফুর, খলিলাবাদ মাদ্রাসার মোহতামিম মৌলানা মোহাম্মদ উসমান, মৌলানা আজিজুল্লাহ, মৌলানা আহমুদুল হক, মৌলানা মাহমুদ উল্লাহ, মৌলানা ইব্রাহিম, মোহাম্মদ মনছুর আলম, মো.খোরশেদ, ইয়াছিন, পারভেজ, আবু বক্কর , আবদুল্লাহ, মো. হাসান, ইসা প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আগামি অক্টোবর মাসে শানে রেসালত সম্মেলন করা সিদ্ধান্ত গৃহিত হয় এবং সম্মেলন প্রস্তুতির জন্য বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করা হয় ।