সোহেল রানা । রাউজানটাইমস :
রেলপথ মন্ত্রনালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের চারবারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আবারো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রাউজানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ালীগ।
২৬ নভেম্বর রবিবার দুপুর থেকেই রাউজানে সকল ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের সামনে জড়ো সরকারদলীয় নেতাকর্মীরা। বিকেল সোয়া ৪টার দিকে এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ঘোষণার পর আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে নৌকা প্রতিক নিয়ে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান বাবুল মিয়ার নেতৃত্বে আনন্দ মিছিলে অংশ নেন উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, রাউজান উপজেলা আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ, জাহাঙ্গীর সিকদার, এস এম মনজুর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শুভময় দাশ গুপ্ত রাজু, সাংগঠনিক সম্পাদক মো জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, ইউপি সদস্য সেকান্দর হোসেন, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, খোরশেদ আলম, আবদুর রশিদ, মো. সোহেল, যুবলীগ নেতা মনিরুল ইসলাম মুরাদ, রুবেল বৈদ্য সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।