Monday, January 20, 2025
spot_img
Homeচটগ্রাম মহানগরবিজয়ের ৫৪ বছরে চট্টগ্রামে ৫৪ কিলোমিটারের বিশেষ আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত

বিজয়ের ৫৪ বছরে চট্টগ্রামে ৫৪ কিলোমিটারের বিশেষ আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত

Spread the love

বাংলাদেশের বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয় “স্বাধীন বাংলায় অদম্য দৌড়, চুয়ান্ন’র পথে” শীর্ষক বিশেষ আল্ট্রা ম্যারাথন। ১৬ ডিসেম্বর ভোর ৪টায় চট্টগ্রামের প্রচণ্ড শীত উপেক্ষা করে এই দৌড় শুরু হয় এবং দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক সি আর বি এলাকায় এসে সমাপ্ত হয়। এই ম্যারাথনের রুট ছিলো বহদ্দারহাট – টাইগারপাস – সি আর বি – শহীদ মিনার – টানেল রোড – সি আর বি। পুরো রুটজুড়ে বিজয়ের চেতনা নিয়ে ৫৪ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন চট্টগ্রামের স্বনামধন্য আল্ট্রা রানাররা।ম্যারাথনের  অংশগ্রহণকারী আল্ট্রা ম্যারাথনার হাসান মাহদী বলেন, “বিজয়ের ৫৪ বছর পূর্তিতে আমরা ৫৪ কিলোমিটার দৌড়ের মাধ্যমে স্বাধীনতার চেতনা নতুনভাবে ধারণ করেছি।

এই ম্যারাথন শুধু শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, বরং আমাদের জাতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের একটি মাধ্যম। সূর্যসন্তানদের ত্যাগেই আমরা পেয়েছি লাল-সবুজের এই মানচিত্র। তাদের সম্মান জানাতে এই আয়োজনের মাধ্যমে আমরা নিজেদের নতুনভাবে উজ্জীবিত করেছি।” আলহামদুলিল্লাহ, এই আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও লাল-সবুজের ভালোবাসা। এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ। এই ম্যারাথন আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের আল্ট্রা রানাররা বিজয়ের মাসে স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও শারীরিক সক্ষমতাকেও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments