Friday, February 14, 2025
spot_img
Homeদেশজুড়েরাইখালী ফেরিঘাটে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান

রাইখালী ফেরিঘাটে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান

Spread the love

রাজস্থলী প্রতিনিধি।

মানুষ মানুষের জন্য” একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না,,, বলছিলাম ফেরিঘাটের শারীরিক প্রতিবন্ধী কালাচান চাকমা কথা।
রাইখালী ইউনিয়নের পরিষদের ভবনের ছাদের নিচে যার জীবন কেটে যায় দিন ও রাত্র। মাঝেমধ্যে রাইখালী ফেরিঘাট এলাকায় পুরাতন ভাঙ্গা হুইল চেয়ার দিয়ে কষ্টের দিনগুলো অতিবাহিত করতেন ভিক্ষা করে প্রতিবন্ধী কালাচান চাকমা। দৈনিক ভিক্ষা করে যে টাকাগুলো পেতেন সেগুলো ঔষধ খরচ আর সংসারিক খরচে চলে যায় তার। জন্মসূত্রে দুইপাই অচল প্রতিবন্ধী কালাচান চাকমার। সরকারি ভাবে দীর্ঘ বছর আগে একটি হুইল চেয়ার পেয়েছিলেন। সেটিও বর্তমানে অকেজো হয়ে পরে আছে। তাই দৈনিক সকালে জীবনের তাগিদে ভিক্ষা করার জন্য বের হতে হয় দুই পায়ের বিভিন্ন স্থানে টায়ার বেঁধে, অনেক টা বহু কষ্টে দীর্ঘ পথ দুই হাতের উপর ভর দিয়ে চলাচল করতে হয়। বিষয়টি ফেরিঘাটে নজরে আসে সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমার। তিনি রবিবারে তাৎক্ষণিক ভাবে প্রতিবন্ধী কালাচান চাকমাকে একটি হুইল চেয়ার কিনে দিয়ে সহযোগিতা করেছেন সবুজ মারমা । হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী কালাচান চাকমা অত্যন্ত খুশি হয়ে বলেন দীর্ঘদিন ধরে চলাফেরা করছি বহু কষ্ট করে। আমার চলাচলের সুবিধার্থে সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমা আমাকে একটি হুইল চেয়ার প্রধান করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাকি জীবন টা হয়তো এই হুইল চেয়ারে করে ভিক্ষা করে জীবন কাটিয়ে দিতে পারবো। এদিকে এলাকার অসহায় প্রতিবন্ধী কালাচান চাকমাকে হুইল চেয়ার প্রধান করায় এলাকাবাসীর সবুজ মারমাকে ধন্যবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments