Friday, December 13, 2024
spot_img
Homeরাউজানরাউজানের উরকিরচর জনতা সংঘের  তিনদিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ) আজ শুরু

রাউজানের উরকিরচর জনতা সংঘের  তিনদিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ) আজ শুরু

Spread the love

রাউজানটাইমস ডেস্ক :

রাউজানের সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী ৫০ তম জশনে জুলুছে পবিত্র  ঈদে মিলাদুন্নবী (দঃ) আগামীকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার  হতে উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে  পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া,খতমে খাজেগান, জশনে জুলুছ, অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ইসলামিক জ্ঞান কুইজ প্রতিযোগিতা , শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিশু কিশোর নামাজ, নাত ,ক্বেরাত প্রতিযোগিতা, ক্লাব সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণ, প্রবাসী সংবর্ধনা, আলোচনা সভা,মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ। তিনদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রখ্যাত বুজুর্গানে দ্বীন,ওলামায়ে কেরাম,ইসলামি চিন্তাবিদগণ।

১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল আটটায় স্থানীয় প্রত্যেক জামে মসজিদের ইমাম সহকারী ইমাম ও ওলামায়ে কেরামগণের অংশগ্রহণে
পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগাণ ,মিলাদ কিয়াম ও মোনাজাত। সকাল দশটায় এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে অর্ধ মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ । পোমরা জামিউল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহেরের সভাপতি বিকাল ৩ টায় খতমে বোখারী শরীফ,বাদে এশা মিলাদ মাহফিলে তকরির করবেন ঢাকা হাবিবিয়া শাহী জামে মসজিদের খতিব  হযরতুল আল্লামা শাইখ আব্দুল মোস্তফা রহিম আল আজহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক হযরত আলহাজ্ব আল্লামা ডঃ এ এস এম বোরহান উদ্দিন।

১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টায়  জশনে জুলুস। বিকাল ৩ টায় কেরাত ও নামাজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ইসলামিক জ্ঞান কুইজ আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বাদে এশা মিলাদ মাহফিলে তকরির করবেন ঢাকা মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুল আলহাজ্ব আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক , মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, ঢাকা গাউসুল আজম জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ হাসান আল আযহারী।

১৫ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায়  প্রবাসী সংবর্ধনা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্বেরাত,নাতে মোস্তফা (দঃ) প্রতিযোগিতা ক্লাব সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ। বাদে এশা মিলাদ মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি অছিয়র রহমান, তকরির করবেন ঢাকা জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদর খতিব, মিডিয়া ব্যাক্তিত্ব হযরতুল মাওলানা মাসউদ রেজভী, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী, ছিপাতলী গাউছিয়া  মঈনিয়া বহুমুখী আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির হযরতুল আলহাজ্ব আল্লামা গাজী শফিউল আলম নিজামী, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা হাসান রেজা আল কাদেরী।

এতে সকলকে উপস্থিত থাকার জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন পরিষদের আহবায়ক এইচ এম হারুনুর রশিদ ও সদস্য সচিব মোঃ শফিউল আজম  অনুরোধ জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments