রাউজানটাইমস ডেস্ক :
রাউজানের বদুপাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খতমে কুরআন,খতমে বোখারী, খতমে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে গাউসিয়া শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উভয় দিবসে সভাপতিত্ব ও আখেরী মুনাজাত করেন- পোমরা জামেউল ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রবীণ আলেমেদ্বীন আল্লামা অধ্যক্ষ এস.এম আবু তাহের আল কাদেরী ।
প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ আল্লামা প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি আলা উদ্দীন জিহাদী। বিশেষ বক্তা ছিলেন আল্লামা সৈয়দ জসিম উদ্দীন তৈয়্যবী, আল্লামা সৈয়দ ফোরকান উল্লাহ কাদেরী, হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া কাদেরী, হযরত মাওলানা কাজি মামুনুল ইসলাম কাদেরী।
দ্বিতীয় দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উরকিরচর মোহাম্মদীয়া গাউসিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন-আগ্রাবাদ ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের খতিব হযরত মাওলানা তাওহিদুল আলম রিয়াদ কাদেরী। বিশেষ বক্তা ছিলেন কদলপুর হামিদীয়া কামিল মাদ্রাসার প্রভাষক-হযরত মাওলানা মনজুরুল ইসলাম কাদেরী, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সৈয়দ জাহিদ কাদেরী, উপাধ্যক্ষ মাওলানা রেজাউল কবির কাদেরী, সুপার মাওলানা আরাফাত হোসাইন রশিদী। শুভেচ্ছা বক্তব্য দেন এডভোকেট মাওলানা ফরহাদ উদ্দীন ও ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান।
উপস্থিত ছিলেন:- পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহের আলম, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ-আল্লামা ইলিয়াছ নূরী, পূর্বগুজরা মোহাম্মদীয়া মাদ্রাসার অধ্যক্ষ-আল্লামা আবু মোস্তাক আলকাদেরী, উপাধ্যক্ষ আল্লামা মিজানুর রহমান হোসাইনী, হযরত রুস্তম শাহ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা হাবিবুর রহমান আনসারী, কসমিক হসপিটালের পরিচালক-আবদুল সালাম রায়হান, গ্লোবাল ইসলামী ব্যাংক শিলক শাখার ম্যানেজার জনাব শাহজাহান সিরাজ তালুকদার, খতিব মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, খতিব মাওলানা নুরুল আহাদ কাদেরী, মাওলানা এরশাদুল আলম, সংগঠক জনাব আবু ওসমান, নোয়াপাড়া স্কুলের শিক্ষক মাওলানা এস.এম সাইফুল আলম।
উদ্বোধক ছিলেন – বদুপাড়া সৈয়দ বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ এসকান্দর সাহেব ও বদুপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন আলকাদেরী।
হাজী মোহাম্মদ নাছের,হাজী আবদুল অদুদ,দ্বীন মোহাম্মদ,মোহাম্মদ আবদুল মান্নান,মোহাম্মদ তাজু উদ্দীন,মোহাম্মদ শাহাদাত সহ বদুপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সকল উপদেষ্টা,সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চালক ছিলেন মুহাম্মদ সালাহউদ্দীন ও মুহাম্মদ আইয়ুব খান