রাউজানটাইমস ডেস্ক :
রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা সুনীল কান্তি চক্রবর্তীকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে দেখতে গেলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।
১৯ জুন বুধবার বিকেল ৪টায় নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা সুনিল চক্রবর্তীকে দেখতে যান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
এই সময় উপস্থিত ছিলেন,রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, উরকিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল মজিদ,উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিউল আলম,পাহাড়তলি ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি কামাল উদ্দিন ভিপি,বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ,সাবেক জেলা যুবলীগ নেতা মোশারক হোসেন ছোটন,সাবেক জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার আজম,আওয়ামীলীগ নেতা তাপস বড়ুয়া,মহিউদ্দিন ইমন,উৎপল মহাজন অরুন,যুব নেতা উদয় দত্ত অর্ক,অসিত দে,শেখ মনিরুল ইসলাম,সাজ্জাদ শাহ,ছাত্রনেতা রুবেল বৈদ্য,অরুন মহাজন,সনজিত বৈদ্য পিন্টু,সমীর মহাজন,চন্দন আচায্য,সুজন দত্ত,দিপ্ত দত্ত।
তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে ম্যাক্স হাসপাতালের লাইফ সাপোর্ট এ রয়েছেন।