
সোহেল রানা । রাউজানটাইমস :
রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ রাখায় দায়ে অর্থদন্ড দিয়েছে। গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের ফকিরহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদুয়ানুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো: আশরাফ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যরা। অভিযানের সময় নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন নিষিদ্ধ ঘোষিত পলিথিনের মজুদ, বিক্রি না করার জন্য ব্যাবসায়ীদের অনুরোধ জানানো হয়েছিল। তারা সেই আহ্বানে সাড়া না দিয়ে পলিথিন বিক্রির জন্য মজুদ রাখার অপরাধে দুটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। নিষিদ্ধ পলিথিনের যেখানে মওজুত পাওয়া যাবে সেখানে অভিযান চালানো হবে।