রাউজান প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনকে সংবর্ধনা প্রদান ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজসহ রাউজান উপজেলা, রাউজান পৌরসভা এবং রাউজান কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বুধবার (পহেলা মে) রাউজান সদর মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগকে শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান আহাদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ,জাবেদ, যুগ্ন সম্পাদক সাফাত,নাছির।
এছাড়াও জেলা ছাত্রলীগ নেতা মো আরফাত, শরিফুল হক মুন্না, বেলাল হোসেন সিফাত, পৌর ছাত্রলীগের চিন্ময় দাশ, মো. আজাদ, মো মিরাজ,সাকিব হায়দার,আসীর আওসাফ রাফি, তাইসন চৌধুরী, দেবজিৎ দে,ওবাইদুল চৌধুরী,মহিউদ্দিন চৌধুরী,আবদুর রহমান। এছাড়া রাউজান উপজেলা ছাত্রলীগ, রাউজান পৌরসভা ছাত্রলীগ ও রাউজান কলেজ ছাত্রলীগ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।