Wednesday, March 19, 2025
spot_img
Homeবৃহত্তর চট্টগ্রামরাউজানে সন্ত্রাসীদের গুলিতে ডেকোরেশন ব্যবসায়ী আহত

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ডেকোরেশন ব্যবসায়ী আহত

Spread the love

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজানে একটি ডেকোরেশন দোকানের মালিককে গুলি করে আহত করেছে ৭ থেকে ৮ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী। এবং আরো একজনকে তুলে নিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার জুমার নামাজের আগে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি ধরের টেক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তি হলেন একই ইউনিয়নের গরিব উল্লাহ পাড়ার মোহরম আলীর ছেলে ডেকোরেশন ব্যবসায়ী ছালেহ আহমদ (৪২)। এছাড়া তাঁর ভাগিনা মুহাম্মদ জামশেদ (২৫) তুলে বেদড়ক পেটায় সন্ত্রাসীরা। তাঁদের মধ্যে সালেহ আহমদের কপালে এবং পায়ে ছররা গুলি লাগে। তিনি স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন আর তাঁর ভাগিনাকে তুলে নিয়ে গরিব উল্লাহ পাড়ার ভেতরে নিয়ে বেদড়ক পেটানো হয়। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানাগেছে, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে হঠাৎ দুটি কারে করে ঘটনাস্থলে আসেন ৭ থেকে ৮ জন সন্ত্রাসী। এরপর সালেহ আহমদ কে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় তাঁর ভাগ্নে জামেশেদকে তুলে নিয়ে যায় তাঁরা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ঘটনার পর পর সেখানে তিনি পুলিশ পাঠিয়েছেন। তুলে নেওয়া ব্যক্তিকে উদ্ধার হাসপতালে পাঠান। তবে ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিরা মামলা দিলে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments