Saturday, September 14, 2024
spot_img
Homeরাউজানরাউজান উপজেলা প্রশাসনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়

রাউজান উপজেলা প্রশাসনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়

Spread the love

নিজস্ব প্রতিবেদক । রাউজানটাইমস :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের আট সদস্যের সমন্বয়ক দল রাউজান উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় সভা করেছেন। গতকাল রোববার বিকালে উপজেলা পরিষদ মিলানায়তনের এই সভায় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও উপস্থিতি ছিলেন সনাতন ধর্মাবলম্বি সংগঠের প্রতিনিধি, শিক্ষক,সাংবাদিকগণ।

সভার সূচনাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নিরবতার পর সমন্বয়কগণ তাদের মত বিনিময় সভায় মিলিত হওয়ার লক্ষ্য উদেশ্য নিয়ে বক্তব্য রাখেন। তারা কথা বলেন ৫ আগস্ট থেকে সৃষ্ট পরিবেশ পরিস্থিতি নিয়ে। উত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা তাদের জানান থানা পুলিশ না থাকার কারণে আইন শৃংঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ার কথা।

বলেন এই সুযোগে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক কিছু বাড়িঘর ভাংচর,লুট, চাঁদাবাজি,স্বাস্থ্য সেবামুলক প্রতিষ্ঠানের হামলার ঘটনার কথা। নির্বাহী কর্মকর্তা জানান সেনা সদস্যরা মাঠে নামার পর পরিস্থিতির উন্নতি হয়েছে। শিক্ষার্থীরা রাস্তাঘাটে শংঙ্খলা রক্ষা ও পরিচ্ছন্নতায় সবখানে কাজ করছেন। তিনি অবশ্য বলেন মানুষ চুরি ডাকাতি ও চাঁদাবাজীর ঘটনায় উৎকন্ঠিত আছেন। অনেকেই রাতে পাহারা বসিয়ে এসবের মোকাবেলা করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ বলেছেন তারা এই আন্দোলনে যুক্ত হয়েছেন দেশ থেকে সকল ধরণের বৈষম্য দুর করার শপথ নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। তারা এই স্বপ্ন নিয়ে মাঠে আছেন মানুষের কল্যাণ ও প্রশাসনের কাজে গতিশীলতায় সহযোগিতা করতে। তারা বলেন আমরা প্রশাসনকে সব ধরণের সহযোগিতা করতে চাই। নিশ্চিত করতে চাই চাঁদা বাজমুক্ত সমাজ ,সংখ্যালঘুসহ সকল মানুষ থাকবে নিরাপত্তা, থাকবে না নেশাজাত দ্রবের বিকিকিনি বন্ধ, পরিচ্ছন্ন,যানজটমুক্ত রাস্তাঘাটের সুশংঙ্খল পরিবেশ, দুনীর্তিমুক্ত, সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা, রাজনীতি প্রভাবমুক্ত প্রশাসন ও থানা পুলিশ। এই লক্ষ্য অর্জনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বক্ষেত্রে সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দেন। এক প্রশ্নের জবাবে তারা বলেন রাউজানে তাদের কোনো প্রতিনিধি নেই।

যেসব শিক্ষার্থী কাজ করছেন তারা স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাসেবক হিসাবে। মত বিনিময় করতে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ হচ্ছেন সুলতানুল আরেফিন, (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ওমর ফারুক নয়ন, (হাটহাজারী কলেজ).নাফিজা সুলতানা অমি, (ওমরগণি এম ই এস কলেজ).মোহাম্মদ শওকত আকবর, (সাউদার্ন ইউনিভার্সিটি) মোহাম্মদ শরীফ, (ন্যাশনাল পলিটেকনিক), মোহাম্মদ জয়নুল আবেদীন, (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) রবিউল হাসান শাফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়),মো সিহাব হাসান চৌধুরী( চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি রিদোয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিক আহমদ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সরোয়ার জাহান, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments