চট্টগ্রামের সক্রেটিস খ্যাত প্রখ্যাত সাহিত্যিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক সাংবাদিক সিদ্দিক আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাউজান গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালক শামিম আল আজাদ, কামরুল ইসলাম বাবু, জিয়াউর রহমান, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, অধ্যক্ষ মুহাম্মদ কামাল উদ্দিন, সহকারী অধ্যক্ষ বাবু রতন কান্তি শীল, শিক্ষক রতন শীল, শোয়েব রেজা, সহকারী শিক্ষক জাবেদ হোসেন, ইমরান হোসেন,মাওলানা আলী আজম, মিঠুন কর, বিপ্লব নন্দী, রক্সী মহাজন, মোহাম্মদ সুমন, রানা সোহেল অফিস সহকারী সুজয় বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি-