নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
সৌদিআরবে হজ্ব পালন শেষে হিট ষ্ট্রোক হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাউজানের আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দীন চৌধুরী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরীর বড় ভাই।
কর্মজীবনে তিনি যমুনা অয়েল কোম্পানিতে কর্মরত ছিলেন। দীর্ঘবছর ধরে স্বপরিবারে কানাডায় স্থায়ী বসবাস করতেন।
তাঁর মৃত্যুতে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী,রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব নুরুল আবছার মিয়া, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন ইমন শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।