Sunday, May 12, 2024
spot_img
Homeরাউজানরাউজানে ১৮ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

রাউজানে ১৮ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

Spread the love

সোহেল রানা , রাউজান :
রাউজান পৌরসভার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করতে এসে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আছে বলেই রাউজানের মানুষ সকল সুযোগ সুবিধা পাচ্ছে, উন্নয়ন ও সমৃদ্ধি দেখছেন। উন্নয়নের আওতায় আসা সড়কটি তিনটি হচ্ছে গহিরা আসাদ চৌধুরী বাড়ির সড়ক, রাউজান সরকারি কলেজ– পৌর সদর ও দাশপাড়া–শরীফপাড়া বাইপাস সড়ক।

এই তিনটি সড়ক উন্নয়নে খরচ হচ্ছে ১৮ কোটি টাকা। গত ২২ এপ্রিল সোমবার রাউজান পৌরসভার নতুন সড়ক তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করার পর তিনি পৌর সভার উদ্যোগে গরমে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানির বোতল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এরপর উপজেলা পরিষদ চত্তর থেকে চিকদাইর ইউনিয়নের অগ্নি দুর্গত ১৮ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ টাকা প্রদান করেন।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, কাউন্সিল বশির উদ্দিন খান, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন,সওকত হোসেন, দিলীপ চৌধুরী, ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, প্রিয়োতোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments